সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ধারাবাহিক ভাবে প্রতি তিন মাস অন্তর দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে শুরু হয়েছে পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা আর শেষ হবে রবিবার।

কর্মশালায় সভাপতিত্ব করেন মোটর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল, দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জি. মো. জিয়াউর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক বিভাগের পরিদর্শক মোঃ মোমিন হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। প্রধান অতিথি চালকদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না।

প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন,আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন,করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার, সাতক্ষীরার ট্রাফিক ইন্সপেক্টর মো. মোমিন হোসেন,  ম্যাকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. আবু জামাল। কর্মশালায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী চালকদের সড়ক দুর্ঘটনা বিষয়ের উপর ভিডিও চিএ প্রদর্শন, ট্রাফিক সংকেত বিতরণসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চালকদের মধ্যে বক্তব্য রাখেন, মো.খবির উদ্দিন, মোঃ আজিজুল হক, রমজান আলী, জিয়াদ আলী, মো. সাবুর আলী, মোঃ আঃ রউফ, মোঃ জসিম সরদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি নাসির উদ্দীন, সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (অতি:) মোঃ নাসিরুল আরিফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *