শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।