ফেনী প্রতিনিধি :
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর শুভ উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
শনিবার বিকালে ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান। অারো উপস্থিত ছিলেন , সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল অানাম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অামির হোসেন বাহার প্রমুখ।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে আজকের নির্ধারিত খেলাগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।