সুবর্ণচরে সাংবাদিক সুমনের ওপর হামলা: সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে সাংবাদিক সুমনের ওপর হামলার প্রতিবাদে ১৩ জুলাই
বিকেলে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েলের সভাপতিত্বে ও সহ-সম্পাদক বাহার উল্যাহ বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ। 

তিনি বলেন, সাংবাদিক সুমনের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, সহসভাপতি জহিরুল হক খাঁন সজীব, সোনাগাজী পেশাজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট হাছান মাহমুদ মামুন, ফেনী হােমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক কলামিস্ট ডাঃ শুকলাল দেবনাথ, মানবাধিকার কর্মী কবি মহিউদ্দিন খোকন, দৈনিক খবরপত্র প্রতিনিধি ছালাহ উদ্দিন, দৈনিক দেশের পত্রের প্রতিনিধি এস এন আবছার সোহাগ, সাপ্তাহিক গণবার্তার ফেনী জেলা প্রতিনিধি সাহেদ সাব্বির, সোনাগাজী প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আবদুর রহিম প্রমুখ।

মানববন্ধন শেষে ভোরেরকাগজ কার্যালয়ে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। সভায় রিপোর্টর্স ইউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


উল্লেখ্য, গত ১১জুলাই রাত ৮টায় সংবাদ সংগ্রহকালে চরবাটা ইউপি চেয়ারম্যান
মোজাম্মেল হক ও তার সহযোগীরা চ্যানেল এস প্রতিনিধি ইমাম উদ্দিন সুমনের
হামলা করে। এ ঘটনায় সুমন বাদি হয়ে চর জব্বর থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *