মোঃ ছালাহ্ উদ্দিন>>
১২/০৭/২০১৯ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরী স্থায়ীকরণের লক্ষ্যে গঠিত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত সভা ও তৃণমূল প্রতিনিধিদের মতবিনিময় সভা বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নুরুল আফছার এর সভাপতিত্বে প্রচার সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা বজলুর রহমান বাবলু, সাংগঠনের উপদেষ্টা দাউদুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক লাকি আক্তার, সুরজিত সরকার রাঙা, জয়জুর রহমান বাবু, আতিক হাসান রাজা, শামীম, শাহজালাল শেখ, আব্দুল হামিদ মাক্কি, শাহ পরান চৌধুরী, মঞ্জুর আলম পাটোয়ারী, সাদ্দাম, মুন্না, আজাদ, জয়নাল, নিজাম, সাজেদুল, নেছার ও তৃণমুল নেতৃবৃন্দ।
উক্ত বিশেষ বর্ধিত সভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিভাগীয় কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমিটি শক্তিশালীকরণ ও আগামী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পলাশকে আহ্বায়ক, আতিক হাসান রাজাকে যুগ্ম আহ্বায়ক ও শামীম মৃধাকে সদস্য-সচিব করে ৯ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি কেন্দ্রীয় কমিটির বিগত দিনের কার্যক্রম ও হিসাব নিরীক্ষণ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সংস্কার, সম্প্রসারণ ও গঠনতন্ত্র তৈরীর দায়িত্ব দেয়া হয়। সভায় উপজেলাকেন্দ্রিক রীট করার জন্য প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয় এবং আগামী জানুয়ারী/২০২০ এর মধ্যে ন্যাশনাল সার্ভিস কর্মীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।