এই নির্বাচনে ভোটারদের কোন ভয় নেই : আজিম উদ্দিন

ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ আসনে (দাগণভূঁঞা-সোনাগাজী) সোনালী আঁশ মার্কার প্রার্থী আজিম উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোট নিয়ে আপনারা ভয় পাবেন না, ভোট নিয়ে ভয় পাওয়ার দিন শেষ। মা-বোনদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।’

চাকসুর জিএস, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ আজ বুধবার সকালে গণসংযোগে এসব কথা বলেন। সকালে তুলাতুলি থেকে শুরু করে আজিজ ফাজিলপুর, রামনগর , গোবিন্দ্রপুরে গণসংযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান, সুখে দুঃখে আপনারা আমাকে পাশে পাবেন। আমি এসেছি আপনাদের জন্য কিছু করবো এই নিয়ত নিয়ে, গরিব মানুষের হক মেরে টাকার পাহাড় গড়ে তোলা আমার রাজনীতি নয়। আমি সারাজীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছি। যারা টাকা বানানোর জন্য রাজনীতি করে তারা কেবল টাকা বানাবেন, আপনাদের জন্য কিছু করবে না।’

তিনি আরো বলেন, ‘দেশে এতো উন্নয়ন হচ্ছে, অথচ আমাদের দাগনভূঞা-সোনাগাজীর মানুষ অনেক অবহেলিত। আমাদের বয়স্ক মানুষদের কষ্টের কোন শেষ নেই। তারা নানাভাবে অবহেলিত। বিশেষ করে বয়সজনিত কারণে নানা রোগে আক্রান্ত। তাদের স্বাস্থসুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে আরো শিক্ষাপ্রতিষ্ঠার দরকার আছে, তবে যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে শিক্ষার মান নিন্মমুখি। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে দলাদলী, শিক্ষক নিয়োগে দুর্নীতি এসব কারণে ছেলে-মেয়েরা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না। আমি নির্বাচিত হলে, শিক্ষপ্রতিষ্ঠান পরিচালনায় দলাদলী বন্ধ করবো, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ বন্ধ করবো।

তিনি আরো বলেন, আপনারা এ পর্যন্ত ১১ বার এমপি পেয়েছেন। কিন্তু ফেনী ৩ আসনের দুই উপজেলা এখনো অবহেলিত। এলাকার নিরক্ষর এমনকি শিক্ষিত ছেলেরাও বেকার। তাদের জন্য কিছু করা যায়নি। আমাকে নির্বাচিত করুন, আমি তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবো যাতে তারা চাইলে বিদেশে গিয়ে চাকরি করতে পারে। বেকার ছেলেদের বিদেশে পাঠানোর নামে প্রতারণা হয়েছে, দালালী হয়েছে। তাদের কারণে অনেকে বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরেছে। এইসব অনাচার বন্ধ করতে হবে। আমি আপনাদের কাছে এসেছি, আপনারাও এগিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *