রাউজানের আলী হোসেন শাহ ব্রীজ এলাকা ভাঙ্গনের মুখে | বাংলারদর্পন

রাউজান প্রতিনিধি :

 

 

চট্টগ্রাম রাউজান হলদিয়া ইউনিয়নের আলিহোসেন শাহ (রহঃ) ব্রীজ এলাকা তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে।সরেজমিন গিয়ে দেখা গেছে হলদিয়া ও উত্তরসর্তা এলাকার সর্তার দুপাড়ের বাসিন্দারা খালের পাড়ের ভাঙ্গনে তাদের বাড়ী ঘর,রাস্তাঘাট হুমকিতে পড়েছে।ব্রীজের পশ্চিমে,দক্ষিনে তীব্র ভাঙ্গনে চলচলে বেগাত ঘটছে।কাজীপাড়া,ইউছুপের বাড়ী,আলীহোসেন ফকির বাড়ী,আহমদুর রহমান সেট বাড়ী,ফিরিয়ারের বাড়ী, কোব্বাত মিয়া বাড়ী,সিকদার বাড়ী সহ বেশ কিছু বাড়ী ও এলাকা।ব্রীজের পশ্চিমপাশে সড়কটি ইটের সলিংসহ খালে ভেঙ্গে পড়েছে।যে কোন মুহুর্তে পুরো সড়ক খালে গীলে খেয়ে যান ও জন চলাচলে দুর্ভোগ বাড়াবে।বন্ধ হয়ে যেতে শত-শত মানুষের চলাচলের একমাত্র পথটি।স্থানিয় ইউপি সদস্য  সরোয়ার উদ্দিন জানান কমপক্ষে কাজীপড়া হতে মাজার পর্যন্ত ব্লক না বসালে সমগ্র এলাকা হুমকীর মুখে পড়তে পারে।হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম জানান বন্যা ও সর্তাখালের ভাঙ্গনে রাউজানে এমপি মোহদয়ের সাজানো গোছানো আমার ইউনিয়নের ৩.৪.৫ ও ৬ নং ওয়ার্ড একেবারেই শেষ।তিন জানান ৪ টি ওয়াডে কোটি কোটি টাকার রাস্তা ব্রীজ,মাছের প্রজেক্টের ক্ষতি সাধিত হয়েছে।তিনি দ্রুততার সহিত রাস্তাঘাটের জন্য বরাদ্ব প্রদানের জন্য সরকারের নিকট জোরদাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *