ফেনীতে বস্তাভর্তি মাদকসহ আটক ১ | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীতে শনিবার ( ৩০জুন) রাত ১০ টায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা চলমান ছিল।

 

তিনি জানান, শহরের বিরিঞ্চির মাদক ব্যবসায়ী আব্দুল হালিম মাদকের একটি বড় চালান নিয়ে এসেছেন এমন তথ্যের ভিত্তিতে শহরের একাডেমী রোডের নূরিয়া মসজিদ সড়কের নজরুল ভবনের ভাড়াটিয়া আব্দুল হালিমের বাসায় অভিযান পরিচালনা করা হয়। আব্দুল হালিমের ঘর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় বস্তা ভর্তি মাদক উদ্ধার করা হয়। বস্তার ভেতরে ছিল থেকে ৮ কে.জি. গাঁজা ও দুইটি ব্যাগে ৪২ বোতল ফেন্সিডিল। 

 

আব্দুল হালিমের মূল বাড়ি বিরিঞ্চির আব্দুল হক ডাক্তার বাড়ি (খোনার বাড়ি) এবং সে বিরিঞ্চির এই মূহুর্তের সবচেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের একজন বলে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়।

 

আটক করা হয় আব্দুল হালিমকে ও তার বিরুদ্ধে নিয়মিত মামলা মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *