কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে অর্থদন্ড

এস কে সুমন, যশোর :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় সপ্তাহে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ও সন্ধ্যায় কেশবপুর পৌর শহরে ও উপজেলার পাঁজিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা অভিযান চালিয়ে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ টি মামলার বিপরীতে দুই হাজার ৪০০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহোযোগীতা করেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কেশবপুর থানা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *