সোনাগাজী মুক্ত দিবস পালিত – বাংলারদর্পন

 

 

মোহাম্মদ ইকবাল হোসাইন : ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের উদ্যোগে ৪৭তম সোনাগাজী মুক্ত দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সোনাগাজী প্রেসক্লাব কার্যালয়ে অনুৃষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা কেএম খুরশিদ অালম। তিনি বলেন, ৫ ডিসেম্বর সোনাগাজী থানা ও ৬ ডিসেম্বর ফেনী মহকুমা হানাদার মুক্ত হয়েছে। প্রতিবছর সরকারি ভাবে দিবসটি পালন করা উচিত।

 

সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মো. সাদেক হোসেন,  কেন্দ্রীয় মুক্তিযোদ্ধালীগের প্রতিষ্ঠাতা সভাপতি  মুক্তিযোদ্ধা অাবদুল মজিদ ভুলু মিয়া, পৌর অা’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজ, অাওয়ামী মুক্তিযোদ্ধালীগের জেলা সাধারন সম্পাদক অাবু তাহের (কমরেড)  , উপজেলা নজরুল একাডেমির সভাপতি নুরুল অামিন পলাশ,  উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি ডাঃ গাজী মো. হানিফ।

 

প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরুল হক খান সজিবের সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সিরাজুল হক, লেখক ও মানবাধিকার কর্মী নুরুল অাফছার সোহাগ,  ফেনীর ডাক’র প্রতিনিধি বাহার উল্যাহ,  কবি নুরুল অামিন খোকন, অাজকালের খবরের প্রতিনিধি ছালাহ উদ্দিন প্রমুখ।

অালোচনা সভা শেষে, মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরনে এক মিনিট দাড়ীয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সোনাগাজী প্রেসক্লাব, উপজেলা সাহিত্য ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *