মো. স্বপন, বাহরাইন: বাহরাইনের রাজধানী মানামায় সড়ক দুর্ঘটনায় কাজী সোহেল (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল ) বাহরাইন স্থানীয় সময় বিকেল চারটায় মানামার মানামা হাইওয়ের ফোর সিজন হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল কুমিল্লার লাকসাম উপজেলার ডাকসিন চাঁদপুর এলাকার মিজিয়াপাড়া গ্রামের কাজী দুলালের ছেলে।
তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৮৭০৬৪১৩২৮।
তিনি আল রিফাইন ক্যাফটেরিয়া নামক একটি রেস্টুরেন্টে মোটরসাইকেলে ডেলিভারির কাজ করতেন।
এ ব্যাপারে নিহতের রুমমেটরা জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে সোহেল মোটরসাইকেলে ডেলিভারির জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওই এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়।
পরে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ এপ্রিল ) তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মরদেহ খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মোঃস্বপন মজুমদার, বাহরাইন: