পীর হাবিব
=========
মানুষের জীবন কতোইনা সুন্দর!
অথচ তার মনোজগত কি অপার রহস্যময়!
কখনো আনন্দে সূখ উপচে পরে,
কখনোবা বিরহ বিষাদগাথা!
কখনো আবেগ উচ্ছাস ঝর্নার উচ্ছলতা !
কখনো মন সে মরে যাওয়া নদী!
কখনো গতিময় ছন্দময় কখনোবা স্হবির দমবন্ধ!
কখনো কত নির্মল মায়াময় প্রেমিক হৃদয়!
কখনোবা ফের রূক্ষ নির্দয় স্বার্থান্ধতা!
কখনো সে প্রেমের কাঙ্গাল আকুতি ও ক্রন্দন কখনো আবার ত্যাক্ত বিরক্ত!
কখনো ঈর্ষা ক্রোধ মিথ্যা দম্ভ!
কখনোবা উদার পরোপকারী বিনয়ী মুগ্ধ তার রুপ!
কখনোবা প্রতারনা বিশ্বাসঘাতকতা আর শঠতা!
কখনোবা হৃদয়বৃত্বিক দয়ার সাগর।
কখনো সে নির্মোহ সত্যে উদ্ভাসিত কখনো মিথ্যার বেসাতি!
কখনো কেবলই তার উপচে পরা সূখ!
কখনো আবার কেবলই যন্ত্রনাবিদ্ধ ক্ষতবিক্ষত মনে কেবলই রক্তক্ষরন!
মনোজগত তখন বড় একাকিত্বের দহনে বড়োই রহস্যময়!