ফেনী প্রতিনিধি:
ফেনীতে দিনব্যাপী জহির রায়হান স্মরণোৎসব পালিত হয়েছে। সোমবার শহরের মিজান রোডে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আয়োজিত জহির রায়হান স্মরণোৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
জহির রায়হান মিলনায়তন পূণ:প্রতিষ্ঠা মঞ্চের আহ্বায়ক বখতেয়ার ইসলাম মুননার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী চেম্বার সভাপতি আইনুল কবির শামীম, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, নাট্য সংগঠক নারায়ন নাগ।
সদস্য সচিব আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বক্তব্য রাখেন উৎসবের সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক, কবি ইকবাল চৌধুরী, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, নাট্য সংগঠক ও নির্দেশক নাসির উদ্দিন সাইমুম, উদীচির সংগঠক মহিবুল হক চৌধুরী রাসেল। অনুষ্ঠানে বক্তারা সত্বর জহির রায়হান হল নির্মাণের দাবি করেন।
দিনব্যাপী উৎসবে নজরুল একাডেমী, ফেনী থিয়েটার, জেলা শিল্পকলা একাডেমীর নাটক বিভাগ, শিল্পতীর্থ, পঞ্চবটি, অনির্বাণ সাংস্কৃতিক কেন্দ্র, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র, পোয়েট সোসাইটি, কবিতা নিকেতন, আলাপন, জাতীয় কবিতা পরিষদ, ফেনী জেলা সাংস্কৃতিক পরিষদ, আবৃত্তি সংসদ, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, নজরুল একাডেমী ফেনী সদর, উদীচি, মিউজিক্যাল ব্যান্ড লিডিয়ান, হ্যাভেনস ডোর, ব্ল্যাকস্টোন, বিবর্ণ, ফেনীর ঢোলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে। এতে ১৩ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। উৎসবে রাজধানীর অনুপম প্রকাশনী জহির রায়হান রচনা সমগ্র প্রদর্শন করে ও সবশেষে প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উৎসবে শিল্প নির্দেশনায় ছিল চারুকলার শিক্ষার্থীদের সংগঠন ‘যুগী’