ডিউটি শেষে থানা কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করলেন ওসি

বগুড়া প্রতিনিধি- বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারে বাসার ফ্যানের সঙ্গে দড়ির ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
আবদুল্লাহ আল হাসান নাটোরের বড়াইগ্রামের কদমতলা এলাকার হযরত আলীর ছেলে। প্রায় তিনমাস আগে তিনি গাবতলী থানায় যোগদান করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ওসি’র আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওসি হাসান সকালে থানায় কর্তব্য পালন করেন। পরে বাসায় গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে পুলিশ তার ‘আত্মহত্যার’ কারণ বলতে পারেনি। ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও যোগ করেন এই এসআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *