ফেনী প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানে চলমান জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি ফেনী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন প্রমুখ।
সমাবেশে বক্তারা সিলেটের শিববাড়ি, সীতাকুন্ড ও বিমান বন্দর, র্যাবের সংরক্ষিত স্থানসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তিরর দাবি জানান।