টেকনাফ:
টেকনাফে এক ইউপি মেম্বারের উপর হামলা করেছে রোহিঙ্গারা। জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী সামাজিক বনায়নে নুতন রোহিঙ্গা বস্তি ও জুয়ার আসরে বাঁধা প্রদান করায় রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমের নেতৃত্বে স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদার উপর হামলা করা হয়। এতে ঐ ইউপি মেম্বার আহত হন।
স্থানীয় লোকজন জানান, বাগানে নতুন ভাবে রোহিঙ্গা বস্তি না করতে এবং জুয়া খেলায় বাঁধা দেওয়ায় নুরুল আলমের নেতৃত্বে রোহিঙ্গারা মেম্বারের উপর হামলা করে।
টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব জানান, সামাজিক বাগানের ভেতরে জুয়ার আসর এবং নতুন বস্তি করতে বাঁধা দেওয়া মেম্বার নুরুল হুদার উপর হামলা করেছে রোহিঙ্গা যুবক। এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, সংরক্ষিত বনে জুয়ার আসরে বাঁধা দেওয়ায় রোহিঙ্গা কর্তৃক ইউপি মেম্বারের উপর হামলা করা হয়।