চট্টগ্রামে ৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব ৭ | বাংলারদর্পন 

চট্টগ্রাম ব্যুরো –

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় গুলজার টাওয়ার এর সামনে ২৮এপ্রিল সন্ধায়  ছিনতাই করার সময় মোঃ সাইফুল ইসলাম (২৩),  হাসান মোঃ ফাহিম (২৫)  ও মোঃ সাকিব (২১)নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

আটককৃত আসামীদের তল্লাশী করে ০১টি ওয়ানশুটার গান, ০২ রাউন্ড গুলি, ০২ টি ককটেল এবং ০১ টি ছুরি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল।

মামলা রুজু করে ধৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *