নিউজ ডেস্ক: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বিভিন্ন মামলার আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তার বিরুদ্ধে থানায় অন্তত ৫টি মামলা রয়েছে। মামলাগুলোর বিবরণী থেকে জানা যায়, প্রত্যেকটি মামলায় সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ অাছে । নির্বাচনী প্রচারণার প্রারম্ভে তার বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা নির্বাচনে তার বিপক্ষে কাজ করবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিবরণী থেকে জানা যায়- গত ৬ ফেব্রুয়ারি দত্তপাড়া দিঘীরপাড়, টঙ্গী থানা এলাকা থেকে ১০টি ককটেল ও ১০টি পেট্রোল বোমাসহ গ্রেফতার করা হয় হাসান উদ্দিন সরকারকে। টঙ্গী থানায় দায়ের করা মামলা নম্বর-২০।
এছাড়া কিছুদিন আগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আলাদা আলাদা দুইটি মামলা দায়ের করা হয় হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে। এর একটি তেজগাঁও শিল্প এলাকা থানায়, মামলা নম্বর- ২৫(২)১৫। অন্যটি টঙ্গী থানায়। যার মামলা নম্বর- ১০(৭)৯৩।
সন্ত্রাসী ও নাশকতামূলক মামলা ছাড়াও মানহানীর মামলাও করা হয় হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে। মানহানীর অভিযোগে মো. আজমত উল্লাহ খান নামের একজন বাদী হয়ে মামলাটি করেন। যার সি আর নম্বর ৩২৬/৯৯।
প্রসঙ্গত, হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলা এখনো চলমান রয়েছে।
উল্লেখিত মামলাগুলোর বিষয়ে গাজিপুর সিটি করপোরেশনের ভোটাররা অবগত। তাই তারা জেনে-বুঝে জনপ্রতিনিধি নির্বাচন করবে বলে জানায়। এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, যার যার দল থেকে দলের মনোনীত প্রার্থী দিলেও জনপ্রতিনিধি নির্বাচিত করা আমাদের হাতে। ফলে কে কেমন আমরা সবই জানি। নির্বাচনের ফলাফলেই তা প্রমাণ করে দেবে। অপেক্ষায় থাকেন।