খাজা মাঈন উদ্দিন চিশতী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী | বাংলারদর্পন

দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী রামনগর খাজা মাঈন উদ্দীন চিশতী (র:) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী নানা অায়োজনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.এ কে আজাদ চৌধুরী।

সূবর্ণ জয়ন্তী আয়োজক কমিটির আহবায়ক বাবর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম ভূঞা, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রচার প্রকাশনা বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার, সাবেক প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

যুগ্ম আহবায়ক মো: মোকাররম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খিজির আহম্মদ পলাশ, সিনিয়র শিক্ষক সামছুর রহমান, কোরবান আলী, জেড এন্ড জেন্ড টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর জহির উদ্দিন বিপুল, সুপ্রীম কোর্টের আইনজীবি শফিকুল ইসলাম, ঢাকা সিটি কলেজের অধ্যাপক গোলাম কিবরিয়া, ফেনী জজ কোর্টের এডভোকেট রবিউল হক রবি, সদস্য সচিব সজল চৌধুরী প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞা ও এম এ কাদের কে মরনোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *