সেনবাগ উপজেলা অা’লীগের কমিটি ঘোষনা :মোরশেদ সভাপতি -মানিক সাধারন সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে ঘোষনা করা হলো সেনবাগ উপজেলা আওয়ামীলীগের কার্যকরি পরিষদ আজ শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে বেঙ্গল গ্রুপ এবং আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও সাধারণ সম্পাদক পদে তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক নির্বাচিত হয়েছেন।

 

একই সঙ্গে মোরশেদ আলম এমপি এবং আতাউর রহমান ভূঁইয়া মানিককে জেলা আওয়ামীলীগের সহসভাপতি পদ থেকে অব্যহতি দিয়ে জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য করা হয়। একরামুল করিম চৌধুরী এমপি বলেন, তাদেরকে প্রতিটি ইউনিয়নের সম্মেলন গুলো করার জন্য আহ্বান জানাই। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রুহুল আমিন খোন্দকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহাব উদ্দিন, মিনহাজ আহাম্মেদ জাবেদ, এনায়েত উল্যাহ, মিয়া মোহাম্মদ শাহজাহান, আবু তাহের, অ্যাডভোকেট মহিব উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি, সামছুদ্দিন জেহান,সাংগঠনিক সম্পাদক সামছুদ্দীন সেলিম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড: শিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *