গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ১টার দিকে পৌরসভা ৮নং ওয়ার্ডের কাঁঠালীয়া কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করা হয়।
জাল ভোটসহ নানান অনিয়মের অভিযোগে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম এই কেন্দ্রের ভোট গ্রহণ পুরোপুরি বন্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে গণমাধ্যম কর্মিদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম।
তিনি জানান, অনিয়মের অভিযোগে সোনাইমুড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কেন্দ্রের ভোট বন্ধ করে কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলারদর্পণ