রাজবাড়ী প্রতিনিধি:
চতুর্থধাপে রাজবাড়ী পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. আলমগীর শেখ তিতু।
১৪ ফেব্রুয়ারী রবিবার রাত ৮টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কমকর্তা সারোয়ার আহম্মেদ সালেহীন এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর শেখ তিতু নারিকেলগাছ প্রতীক নিয়ে ১৫ হাজার ৯০২ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীকে ৭হাজার ৩৪৮ ভোট, বিএনপি মনোনীত তোফাজ্জেল হোসেন মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে ২৬৮৩ ভোট, ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে কে এ রাজ্জাক মেরিন ৯৫১ ভোট পেয়েছেন।
রাজবাড়ীতে ৪৫ হাজার ২০ ভোটের মধ্যে ২৬ হাজার ৮১২জন পৌর নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
খন্দকার রবিউল ইসলাম, বাংলারদর্পণ