মালিবাগে নির্মাণাধিন ফ্লাইওভার ধস : নিহত ১

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলক্রসিং ওপর নির্মাণাধীন মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন । সোমবার দিবাগত রাত ২টার সময় এই দুর্ঘটনা ঘটে।

মালিবাগ রেলক্রসিং সংলগ্ন ফ্লাইওভারের ওপর গার্ডার সংস্থাপনের সময় গার্ডারটি খসে পড়ে। এই সময় একজন পথচারী সহ তিনজন নির্মাণ কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। সেখানে স্বপন নামে একজন নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

রাত আড়াইটার সময় ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা বাহিনী এসে উদ্ধার কার্য এসে শুরু করে বলে জানিয়েছেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। নির্মান কাজে ব্যবহৃত দুটি ক্রেনের সমন্বয়হীনতার কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ফ্লাইওভারটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ। আহতদের মধ্যে প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলীও রয়েছেন।

উল্লেখ্য যে ,২০১২ সালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে বহু হতাহতের ঘটনা ঘটে।

সম্পাদনা/ এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *