ফেনী প্রতিনিধি: আজ ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একরামুল হক একরামের ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে প্রকাশ্যে একরামকে শহরের বিলাসি সিনেমা হল সংলগ্ন স্থানে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। সারা বাংলাদেশে এ মর্মন্তিক ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়।
উক্ত ঘটনার মামলায় অভিযুক্তদের মধ্যে সবাই সরকার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গত ১৩ মার্চ ফেনী জজ আদালতে উক্ত মামলায় অভিযুক্তদের মধ্যে ৩৯ জনকে ফাঁসির অাদেশ দেন। রায়ে অাদালত বলেছেন, রাজনৈতিক দ্বন্দের কারনে পরিকল্পিত ভাবে একরামকে খুন করা হয়েছে।
এক সময়ের প্রতাপশালী একরাম কে যেন মাত্র ৪ বছরের মাথায় সবাই ভুলে গেছে। কোথাও কোন আলোচনা নেই,সামাজিক যোগাযোগ মাধ্যমেও একরামকে তেমন খুজে পাওয়া যাচ্ছেনা। এক সময়ের আওয়ামীলীগের এ প্রভাবশালী নেতা ৪ বছরের মাথায় তার দলের দৃষ্টির আডালে চলে গেছে।
দিবসটিতে কোথাও কোন অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি।
#বাংলারদর্পন।