ফেনী প্রতিনিধি :ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন (৩২) নামে মাদক বিক্রেতা নিহত হয়েছে। শনিবার মধ্য রাতে উপজেলার পাঠানগড় এলাকার পশ্চিম পাঠানগড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাদকের চোরাচালান হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল পশ্চিম পাঠানগড় এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালায়। একপর্যায়ে পুলিশও অাত্মরক্ষার্থে গুলি চালায় এতে অালমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী অাহত হয়। তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক,৩ রাউন্ড কার্তুজ, এক হাজার পিস ইয়াবা বড়ি ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
নিহত আলমগীর একই এলাকার ভূঁইয়া বাড়ীর মৃত আবদুল কালামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে ৯ টি মামলা রয়েছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুর্শেদ পিপিএম জানান নিহতের লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।