ছাগলনাইয়া থানা জামে মসজিদের নবনির্মিত ২য় তলার উদ্বোধন

মোঃ মিরাজ উদ্দিন, ছাগলনাইয়া :
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম ২৪ আগস্ট ছাগলনাইয়া থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার ছাগলনাইয়া থানা পরিদর্শন প্যারেড গ্রহন করেন। এবং ছাগলনাইয়া থানার জামে মসজিদের নবনির্মিত ২য় তলার উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাঈনুল ইসলাম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রবিউল ইসলাম, মসজিদ কমিটির সাধারন সম্পাদক বদরুদ্দোজা ভূঁঞা তারেক সহ থানার সকল অফিসার এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার ও তাহার সফর সঙ্গীদেরকে ছাগলনাইয়া থানায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম, সেকেন্ড অফিসার এসআই(নিঃ) মোহাম্মদ মুনিরুল ইসলাম এবং থানার সকল অফিসার বৃন্দ।

এছাড়াও পুলিশ সুপার ছাগলনাইয়া থানা কম্পাউন্ডে জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসাবে একাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *