নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী এলাকা থেকে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃ হলো উখিয়ার বালুখালী ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে মো.ফয়সাল (২৬) ও জাফরের ছেলে মো. মামুন (২৪)।
বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়ে থেকে নোয়াখালীর মাইজদী শহরে আসে।
বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। রোহিঙ্গা যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।