সৈয়দ মনির অাহমদ>>
সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী বিবি শাহেদা প্রিয়া মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। (ওয়ার্ড নং-৮০১, সিট নং-০৯), তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হবে। ইতোমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী পিতা সহায় সম্বল হারিয়ে ফেলেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন। তাকে বাঁচাতে সকলের কাছে সাহায্য চেয়েছেন প্রিয়ার দরিদ্র পিতা।
সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের আবুল কালাম ছুট্টু ও রেশমা . আক্তারের কন্যা।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা-
বাবা- বিকাশ নম্বর :
০১৭২৫১৬৭৩৩৬ ও ০১৮৩৯০১৩১৩৫।