ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা সম্পূর্ন সরকারি হলেও ৪০ বছর ধরে জামায়াতের নিয়ন্ত্রনে রয়েছে। এখান থেকেই উপজেলা জামায়াত, শ্রমীক ফেডারেশন ও ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন সময় অত্র প্রতিষ্ঠান থেকে জামায়াত শিবির নেতা কর্মী গ্রেফতার ও সরকার বিরোধী বই উদ্বার করেছিল অাইনশৃঙ্খলা বাহিনী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হতে হলে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক হওয়া অত্যাবশ্যকীয়। সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির অভিভাবক সদস্য অাবদুস সালাম ও মাওলানা অাবুল কাশেম। মাদ্রাসা দপ্তর থেকে জানা যায়, দুজনের কেউই কোন শিক্ষার্থীর অভিভাবক নয়। অাবদুস সালাম মুক্তিযুদ্ধ চলাকালে ছাত্রসংঘের নেতা ছিলেন বর্তমানে উপজেলা শ্রমীক ফেডারেশন এর সভাপতির দায়ীত্বে অাছেন। অাবুল কাশেম উপজেলা জামায়াত নেতা ও জামায়াত নিয়ন্ত্রিত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।
এছাড়া দাপ্তরিক নথিপত্রে জামায়াত -বিএনপির দলীয় শ্লোগান “বাংলাদেশ -জিন্দাবাদ ” লিপি রয়েছে।
গভর্নিং বডির সদস্য স্থানীয় কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন জানান, সম্পূর্ণ সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে জামাতি নিয়মে চলে অাসছে। প্রতিষ্ঠানটি অনিয়ম দুর্নীতি ও জামাতের অাখড়ায় পরিনত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহ জানান, ২০০১ সালে অধ্যক্ষ হিসেবে দায়ীত্ব গ্রহনের পর থেকে কোন দলীয় কর্মকান্ড চলতে দেননি। অভিভাবক ছাড়া কিভাবে দুজন জামায়াত নেতা অভিভাবক সদস্য হয়েছেন তা তিনি জানেন না।