ফেনী :
ফেনীর সোনাগাজী উপজেলার সাহাপুর গ্রামে সিরাজ মহাজন বাড়ীতে একটি অবৈধ বিস্কুট কারখানা মালিককে জরিমানা ও উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
তিনি জানান , ওই বাড়ীর আবুল কাশেম তার রান্নাঘরে বিস্কুট তৈরি করে উপজেলার বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকেন।
অবৈধভাবে গড়ে উঠা কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরীসহ মডেল থানার পুলিশ ও দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।