বাংলারদর্পন :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী জিনাত হক। তাঁর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে। রবিবার তিনি সহ নতুন ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।
কাজী জিনাত হক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শরীফা খাতুনের কনিষ্ঠ কন্যা।
এর আগে তিনি দুই মেয়াদে সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যার্টনী জেনারেল ও সহকারী এ্যার্টনী জেনারেল ছিলেন।