চেয়ারম্যান একরাম হত্যা : চার মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ – বাংলারদর্পন

 

বাংলারদর্পন :

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত রেখে চার মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (২৬ নভেম্বর) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের মিনার চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী শরিফ উদ্দিন চাকলাদার।

গত ২২ অক্টোবর তার পাসপোর্ট বিচারিক আদালতে জমা রাখার শর্তে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দেন।

হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আদেনের পর ২৫ অক্টোবর চেম্বার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সে আবেদনের প্রেক্ষিতে গত ১৯ মার্চ মিনার চৌধুরীর জামিন বাতিল করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেন।

২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে একরামকে হত্যা করে।

এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *