মোঃ ইমাম উদ্দীন সুমন, নোয়াখালী থেকে :প্রকাশ- ৬ নভেম্বর ১৬।
নোয়াখালীতে গৃহবধুকে পিটিয়ে হত্যা অতপর আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিঠুর বাড়িতে।
মিঠুর স্ত্রী সিরাজপুর ২ নং ওয়ার্ডের রুমি আক্তার (২২) বিগত ৪ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমিকে অত্যাচার করে শশুর বাড়ির লোকজন। গতকাল রাতে রুমির স্বামী, শাশুড়ি তাকে পিটিয়ে হত্যা করে ফাঁসি বলে চালিয়ে দেয়ার অভিযোগ করেছে নিহত রুমির পরিবার।
স্থানীয় কিছু প্রভাবশালীরা বিষয়টিকে ভিন্নখাতে প্রভাহিত করার চেষ্টা করছে বলে শংকিত মেয়েটির গরীব মা-বাবা। নিহত রুমির ৩ বছরের ১ টি ও ৬ মাসের ১ টি বাচ্চা রয়েছে। রুমির পরিবার হত্যাকান্ডের বিচার দাবী করছেন।
কোম্পানিগঞ্জ থানার ওসি বাংলার দর্পনকে জনান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে আসলে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।