ফেনী প্রতিনিধি :
ফেনীতে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে নষ্ট হচ্ছে কৃষি জমি ; অপরদিকে এই মাটি ভারি যানবাহন ব্যবহার করে ইটের এই কাচামাল সংগ্রহ করে গ্রামে এলজিইডির রাস্তা পুরোপুরি নষ্ট করে ফেলছে। কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার ব্যবহার ও ভারি যানবাহন ব্যবহার করে কাঁচামাল পরিবহন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ), ২০১৩ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। ইটের এই ট্রাকের অত্যাচারে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন, তার চেয়েও বেশি বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ।
ইট ভাটা কর্তৃক গ্রামীণ জীবনে এ ধরণের প্রকোপ লাঘবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নের জিএমহাট ব্রিকস ম্যানুফাকচারার্স কে কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার ও ভারি যানবাহন ব্যবহার করে ইটের কাঁচামাল আনায় প্রতিষ্ঠানের ম্যানেজার ধীরেন্দ্র কুমার নাথকে ১লক্ষ/- টাকা ও একই অপরাধে ছাগলনাইয়ার পাঠান নগরের ব্রাদার্স ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক মো: শাহাবুদ্দিনকে ১লক্ষ/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মাটি কাটায় সাহায্য করায় ১০,হাজার/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় ফয়েজ আহমেদ মানিককে। জব্দ করা হয় কৃষি জমিতে মাটি কাটার এক্সক্যাভেটর মেশিন।
এ অভিযানে জিএমহাট ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।