ফেনীতে কাঁচা বাজারে ভ্রাম্যমান অাদালতের অভিযান :সাদিয়া স্টোরে জরিমানা

ফেনী প্রতিনিধি :ফেনীতে

রমজানের আগে কাচাঁ বাজার ও সকল মুদি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে কাঁচা বাজারে মূল্য তালিকা না টানানোয় এক প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান অাদালত।

রমজানকে সামনে  রেখে বাজার নিয়ন্ত্রণকারী ও অতিরিক্ত মুনাফা রোধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। আজ সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

এ সময় মূল্য তালিকা না টানানোয় অপরাধে সাদিয়া স্টোরের হানিফকে ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।

এ সময় বাজারের ব্যবসায়ীদের ডেকে সকল প্রকার দোকান ও প্রতিষ্ঠানে দ্রুততার সাথে পণ্য তালিকা প্রদর্শন করার ব্যবস্থা করতে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া মাংসে পানি দেওয়া ও মাংসের  দামে স্বেচ্ছাচারিতার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসন্ন রমজানে কোনভাবেই ভোক্তা পণ্যের লাগামহীন মূল্য ও বাজারে অস্থিতিশীলতা মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে সরকার ও জেলা প্রশাসন সোচ্চার রয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হলো। ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ অভিযানে আরো উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল করিম, পুলিশের উপ-পরিদর্শক সুরেজিত বড়ুয়া।

সম্পাদনা/ এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *