ফেনী :
অবৈধভাবে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর, ফেনী।
১০ ফেব্রুয়ারি, সোমবার সকালে উক্ত অভিযানে ফেনী সদরের আমিন ব্রিকসকে সাড়ে ৭লাখ টাকা ও খাইয়ারা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

জানাগেছে, কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে ফেনী সদরের আমিন ব্রিকস ও খাইয়ারা ব্রিকসে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর, ফেনী।
এসময় লাইসেন্স হালনাগাদ না থাকায় এবং ফসলি জমির মাটি সংগ্রহ করায় আমিন ব্রিকসকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, লাইসেন্সহীন অবৈধ ব্যবসা পরিচালনা করা এবং ফসলি জমির মাটি সংগ্রহ করায় খাইয়ারা ব্রিকস-১ কে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মালিকের এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগীতা করেন।
পরিবেশ অধিদফতর ফেনীর উপ পরিচালক শওকত আরা কলি বলেন, লাইসেন্স নবায়ন না থাকা ও কৃষিজমির মাটি সংগ্রহ করায় ইটভাটা প্রস্তুত এবং ভাটা স্থাপন আইনে দুটি ইটভাটার সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।