ফেনীতে স্টার লাইন’র মিষ্টি দোকানে অভিযান :২০ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি :ফেনীর পাঁছগাছিয়া সড়কে স্টার লাইন কমপ্লেক্সে “স্টার সুইটস” এর দোকানে  পঁচা মিষ্টি রাখার অভিযোগে ২০হাজার টাকা জরিমানা করেছে   ভ্রাম্যমান অাদালত।

মঙ্গলবার বিকালে পাঁছগাছিয়া সড়কে বিশেষ অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, স্টার লাইন সুইটসে পঁচা ও ভালো মিষ্টি পাওয়া গেল একই জায়গায়। ওয়েল ফুডের বেকারী আইটেমের চালান পরীক্ষা করে দেখা গেল আজ তারা কারখানা থেকে ৪ টি পরোটা মাসালা পেয়েছে। অথচ তাদের কাছে  বিক্রির জন্য রাখা আছে ৮ টি পরোটা মাসালা।

 

বাকি ৪ টি কয়দিনের পুরনো কেউ জানে না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে জানতে চাইলে,  অকপটে তা স্বীকার করে নিলেন ওয়েল ফুডের ক্যাশিয়ার আবু সুফিয়ান রনি। আজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার মোবাইল কোর্ট অভিযানে বেরিয়ে আসে এসব চিত্র।

 

এ সময় এস এস কে রোডের স্টার লাইন সুইটসকে ২০০০০ টাকা ও ওয়েল ফুডকে ৩০,০০০/ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আরো জানান, এ ধরণের নামিদামি প্রতিষ্ঠানে এ ধরণের অনিয়ন অত্যন্ত দু:খজনক। জেলা প্রশাসনে ভোক্তা অধিকার সংরক্ষণে সর্বদাই সচেষ্ট থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল করিম, পুলিশের উপ-পরিদর্শক সুরেজিত বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *