ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপির মা দিল আফরোজা বেগম ও বড়ভাই জসীম উদ্দীন হাজারীর মৃত্যতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ফেনী -৩ (সোনাগাজী – দাগনভূইয়া) আসনের সাংসদ জেনারেল (অব:) মাসুদ উদ্দীন চৌধুরী।

আজ সকালে এক শোকবার্তায় তিনি সাংসদ নিজাম হাজারির রত্নগর্ভা মা ও বড়ভাইয়ের অাত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, আজ (২৪ মে) রবিবার সকালে একটি প্রাইভেট হাসপাতালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফেনী – ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারীর মা দিল আফরোজ বেগম এবং বড় ভাই জসীম উদ্দীন হাজারী মৃত্যুবরন করেন। বাংলারদর্পন