সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দার আব্দুল কাদের গ্রেপ্তার | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি >>

ফেনীর সোনাগাজীতে  একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার আব্দুল কাদের (৩৫) কে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে চর ছান্দিয়া গ্রামের মৃত অাবদুর রব এর ছেলে।

পরিদর্শক (তদন্ত)  মো. হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল মধ্যরাতে চর ছান্দিয়ায় অভিযান চালিয়ে কাদরকে ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদের ও তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে ৯ পুলিশ সদস্য ও কাদের অাহত হয়।  কাদেরকে পায়ে গুলিবিদ্ব অবস্থায়  গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বন্দুক, ২ রাউন্ড গুলি ও নগদ ১০হাজার টাকা উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ মোয়াজ্জেম হোসেন বাংলারদর্পনকে জানান, ধৃত কাদেরকে  ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ভর্তি করা হয়েছে।  তার বিরুদ্ধে ফেনী মডেল থানা ও সোনাগাজী মডেল থানায় ৩টি ডাকাতি, ১টি হত্যা, ১টি অস্ত্র মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে ভোরবাজারে তিনটি বাড়ী ও সোমবার ভোরে চর ছান্দিয়ায় দুটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়।

 

সম্পাদনা /সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *