মোহাম্মদ ইকবাল হোসাঈন:
সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে সোনাগাজী উপজেলা মিলনায়তনে আজ ১৭ এপ্রিল সকালে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে ” মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান এর সভাপতিত্বে, সোনাগাজী সরকারী বালিকা পাইলট স্কুলের শিক্ষক বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড. এম. কামরুল আনাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরগণেশ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, ডেপুটি কমান্ডার মোঃ ইসমাঈল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক, সোনাগাজী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সিরাজ-উদদৌলা, দারোগার হাট আল জামেয়াতুল দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, বালিকা পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী, সাংবাদিক সহ সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।