বাংলার দর্পন ডটকম :
কর্মদক্ষতা ও মেধার মূল্যায়নে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হচ্ছেন।
সততা, নিষ্ঠা, কর্মস্পৃহা, মানবিকতা, দক্ষতা ও মেধার মূল্যায়নে সোনাগাজী উপজেলার নয় জন চেয়ারম্যানের সার্বিক কর্মকান্ডের মূল্যায়ন করে রবিউজ্জামান বাবুকে এ সম্মাননা দেয়ার ঘোষণা হতে যাচ্ছে। শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে রবিউজ্জামান বাবু বলেন- আমার নিরলস নির্মোহ কাজের স্বীকৃতি বা সম্মাননা পেলে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার প্রীয় নেতা নিজাম উদ্দিন হাজারী এম পি, এবং আমার ইউনিয়ন বাসীসহ সোনাগাজী বাসীকে উৎসর্গ করবো। ভবিষ্যতে মানব কল্যাণে ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে এ স্বীকৃতি আমাকে অনুপ্রেরণা জোগাবে।
শ্রেষ্ঠ চেয়ারম্যান রবিউজ্জামান বাবু স্কুল জীবনে জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে ১৯৮৬ সালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি. সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সর্বশেষ ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ছাত্রজীবনে ছাত্রলীগকে যেমন সুসংগঠিত করেছেন তেমনি সোনাগাজী উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার কাজে মনোনিবেশ করেন।তিনি যুবলীগকে সংগঠিত করার জন্য সোনাগাজী উপজেলার প্রতিটি ইউনিয়ন/ওয়ার্ড চষে বেড়িয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তার পরিশ্রমের ফলে সোনাগাজী উপজেলা যুবলীগ অত্যান্ত সু-শৃংখল ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য। সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বপালনকালে তিনি দফায় দফায় হামলা-মামলার শিকার হয়েছেন।
তার বিশাল কর্মতৎপরতার স্বীকৃতিস্বরূপ বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তৃণমূলে নৌকার কান্ডারী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এ সফল রাজনীতিক ছাত্র জীবন থেকেই মানুষকে ভালোবেসে কাছে টানার শক্তিকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। ২০০১ নির্বাচন পরবর্তী শাসক দল কর্তৃক দলের নেতা কর্মীদের উপর নির্যাতন স্ট্রিমরোলার চলাকালে তিনি অসংখ্য নেতা কর্মীকে আশ্রয় দিয়েছেন।আহতদের চিকিৎসা এবং কারাগারে আটক নেতা কর্মীদের মুক্তির জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে নিজের নেতৃত্বের পরিচয় দিয়েছেন। সদা হস্যজ্জল, সদালাপী, ও বিনয়ী এ নেতা আজীবন রাজনীতির পাশাপাশি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে দৃঢ় প্রত্যয়ব্যাক্ত করেন।