চট্টগ্রাম ব্যুরো :
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক, ভেজাল ব্যবসায়ীদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ জলসা শপিং কমপ্লেক্স-এ বিভিন্ন কম্পিউটার দোকানে কিছু অসাধু ব্যবসায়ী তাদের কম্পিউটার সিপিউতে হার্ড ডিক্স এর মধ্যে পর্নো ছবি (নীল ছবি), বিভিন্ন শিল্পীদের অশ্লীল গান এবং সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির কপিরাইট আইন লংঘন করে সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে বিতরণ করে অবৈধ ব্যবসা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি ২০১৮ ইং তারিখ ১৭২০ ঘটিকার সময় লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে (মোঃ শহিদুল ইসলাম টিটু, সমন্বয়কারী, পাইরেসী বিরোধী টাস্কফোর্স এবং এমআর আলম চৌধুরী, অপারেশন অফিসার, পাইরেসী বিরোধী টাস্কফোর্স এর সহায়তায়) আসামী ১। অন্তর হোড় (২২), পিতা- দিলীপ হোড়, গ্রাম- আলামপুর ধলঘাট, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ ইসমাইল (২৭), পিতা- ইব্রাহিম খলিল, গ্রাম- সালিখা, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, ৩। রাশেদুল ইসলাম (২২), পিতা- সৈয়েদুর রহমান, গ্রাম- ঘোনাখালী, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম, ৪। হোসনে মোবারক রুবেল (২১), পিতা- মোস্তফা কামাল, গ্রাম- মধ্য আজননগর, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ৫। মোঃ মোজাম্মেল হক (২৪), পিতা- মোঃ অলি আহম্মেদ, গ্রাম- পশ্চিম এলাহবাদ, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, ৬। মোঃ আব্দুল্লাহ (১৮), পিতা- বজলু আহম্মেদ, গ্রাম- মাদারশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, ৭। মোঃ পলিন মিয়া (১৮), পিতা- শহিদ মিয়া, গ্রাম- বিচিকনি, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোনা, ৮। আরমান হোসেন @ মোজাম্মেল (১৮), পিতা- সৈয়দ আহম্মেদ, গ্রাম- দক্ষিন কাঞ্চনা বক্সীখিল, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, ৯। মোঃ শহিদুল ইসলাম শাকিল (১৮), পিতা- শাহাবুদ্দিন, গ্রাম- চর পার্বতী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, ১০। মোঃ রুবেল (২৬), পিতা- সাহাব মিয়া, গ্রাম- রাইজোয়ারা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, ১১। মোঃ নিজাম উদ্দিন (২৬), পিতা- শফিউর রহমান, গ্রাম- পশ্চিম বড়িয়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, ১২। মোঃ মাসুদ রানা (২৫), পিতা- মোঃ শাহজাহান, গ্রাম- মিরপুর, থানা- নবীনগর, জেলা- বি-বাড়িয়া, ১৩। মোঃ সাদেক হোসেন (২৩), পিতা- আবুল কাশেম, গ্রাম- গারাংগিয়া পুটিয়া পাড়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, ১৪। মোঃ মশিউর রহমান (৩৬), পিতা- মোঃ হারুন অর রশীদ, গ্রাম- মিয়াখান নগরবেলা খান মসজিদ, থানা- বাকুলিয়া, জেলা- চট্টগ্রাম, ১৫। মোঃ নাইমুল ইসলাম (৩৪), পিতা- মোঃ খোরশেদ আলম, গ্রাম- পশ্চিম মাদার বাড়ী (নিচি পুকুর পার), থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম, ১৬। মানছুর সরকার (২৮), পিতা- মফিজুর রহমান, গ্রাম- উৎরাইন, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, ১৭। বাপ্পা দাস (২০), পিতা- বাবুল দাস, গ্রাম- শান্তির হাট, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, ১৮। মোঃ শহিদুল ইসলাম সুমন (২৯), পিতা- মৃত আব্দুর রশিদ, গ্রাম- হায়াতপুর, থানা- দাগন ভুইয়া, জেলা- ফেনী এবং ১৯। মোঃ নাছির উদ্দিন (২৮), পিতা- মোঃ আব্দুর রহমান, গ্রাম- উত্তর চনহরা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম’দের সর্বমোট ৩,২৫০ টি পর্নো ও পাইরেটেড সিডি/ডিভিডি, ২৬ টি সিপিইউ, ২৬ টি মনিটর এবং ০৫ টি ল্যাপটপসহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদীন যাবত উঠতি বয়সী তরুণ তরুণীসহ বিভিন্ন ক্রেতাদের নিকট তাদের কম্পিউটারে সংরক্ষিত অশ্নীল অডিও, ভিডিও গান, নীল ছবি এবং চলচ্চিত্রের বিভিন্ন সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি কপিরাইট আইন লংঘন করে সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে বিতরণ করে অবৈধভাবে ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৭) ধারা এবং কপিরাইট আইন ২০০০ (সংশোধনী ২০০৫) এর ৮২/৮৪ ধারা মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।