কোম্পানীগঞ্জে পৌরসভার লাইন ম্যানের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক লাইন ম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাইন উদ্দিন (৪৩), বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ির মৃত আবুল ওলা মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক ছিল। সে বসুরহাট বাজারের সড়কে যানজট নিরসনে লাইন ম্যানের কাজ করত।

সোমবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট সংলগ্ন হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রাত ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে পুলিশ তাৎক্ষণিক এই লাইন ম্যানের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *