সাহাব উদ্দিন :
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ জাম্মুড়া গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০১৫ সালে আবুল কালামের বিরুদ্ধে তাঁর স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করে।
আদালত ২০১৬ সালে আসামির অনুপস্থিতিতে ১বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজা হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছিলেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ুন কবির জানান, আবুল কালাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ জাম্মুডা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। শুক্রবার ১৯ জানুয়ারি আসামিকে আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরন করা হয়েছে।