ফেনী প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছাগলানইয়া শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সস্পাদক শওকত জোবায়ের তুমুল। বুধবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তুমুল।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন তুমুলের মা নিপুলা আক্তার ,বোন নার্গিস আক্তার, বড়ভাইয়ের স্ত্রী ফাতেমা তুল জোহোরা সহ পরিবারের সদস্যরা।
তিনি জানান ছাগলনাইয়া ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদাদের মাদক ব্যবসা,চোরা চালানের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২৩ মার্চ রাতে তার বাড়ীঘর হামলা ও ভাংচুর করেছে।
এঘনটায় তিনি বুধবার সকালে দিদার ও তার ১৪ সহযোগিকে আসামি করে ফেনী অাদালতে অভিযোগ দায়ের করেছেন।