রামগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

মোশারফ হোসেন , রামগড়, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ের যথাযথ ভাবে আজ ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়।
এবারের প্রতিপাদ্য ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগন, রামগড় উপজেলা আইসিটি অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় রামগড় টাউন হলে সহকারী আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিন এর স্বাগত বক্তব্যে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে , রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামসুজ্জামান,উপজেলা কৃষি অফিসার (ভাঃ) কৃষিবিদ আলী আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো.ইলিয়াস হোসেন।এসময় আরও উপস্থিত ছিলো, রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ইফতেখার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমূখ।
পরে অতিথিরা ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করে।
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More