চট্টগ্রাম ব্যুরো :
রাউজান নোয়াজিষপুর মদুন চৌধুরী জামে মসজিদ সংশ্লিষ্ট সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশ্শান নুরানী মাহফিল গত রবিবার মদুন চৌধুরী ঈদগাঁহ ময়দানে অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে ও কাজী জালাল এর সঞ্চালনায় অনু্ষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাউজান উরকিরচর মোহাম্মদীয় গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরতুহাজ্ব আল্লামা হাসান রেজা আল্ কাদেরী।
বিশেষ বক্তা ছিলেন রাউজান ফকিরাবাম জামে মসজিদের খতিব হযরতুহাজ্ব আল্লামা নেছারুল হক আল্ কাদেরী, মাহফিলে আরো উপস্থিত চিকদাইর উজির আলী শাহ্ জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাইজভাণ্ডারী, নোয়াজিষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মাওলানা মোবারেক আলী প্রমূখ। মাহফিলে শেষে মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল ধর্মপ্রাণ মানুষের শান্তি কামনা করা হয়।