চট্টগ্রাম ব্যুরো : অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শক্র । মাদক দেশ ও জাতিকে ধ্বংস করে । মাদক নয় , অকালে মৃত্যু নয় , মাদক মুক্ত জীবন চাই । এসো মাদক ছেড়ে কলম ধরি , মাদক মুক্ত সমাজ গড়ি ।
বোয়ালখালীতে মাদকদ্রব্য অধিদপ্তর আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ।
আজ ২৭ নভেম্বর সোমবার সকালে উপজেলার গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ – পরিচালক এ কে এম শওকত ইসলাম, বিশেষ অথিতি ছিলেন বোয়ালখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিমাংসু কুমার দাস রানা, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, বোয়ালখালী নিউজ কমএর সম্পাদক আবুল ফজল বাবুল, প্রেসক্লাব বোয়ালখালীর ভারপ্রাপ্ত সভাপতি অধির বড়ু–য়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ শহিদুল আলম ।
গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিম এর সভাপতিত্বে ও শিক্ষক জিন্নাত আকতারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আরেফা খানম,নবম শ্রেণীর শিক্ষার্থী তৌহিদুল ইসলাম,পবিত্র কোরান তেলাওয়াত করেন দশম শ্রেনীর শিক্ষার্থী রবিউল ইসলাম, গীতা পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রজ্ঞা দাশ, ত্রিপীটক পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ববি বড়ুয়া ।