সোনাগাজীতে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্দন ও র‌্যালী

ফেনী :
সিরাজগঞ্জের  শাহাজাদপুর উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকাল ১০ ঘটিকার সময়    মানববন্দন, র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভাস্থ জিরো পয়েন্টে প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ মনির আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক নান্টু লাল দাস, কোষাধ্যক্ষ ওবায়দুল হক, সাহিত্য সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রবিন, সদস্য আব্দুল্যাহ রিয়েল,   নুর আলম ,শরিয়ত উল্যাহ রিফাত প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিক শিমুল হত্যার জন্য দায়ীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান এবং একই সাথে তার অসহায় পরিবার কে আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানান। পথসভা শেষে জিরোপয়েন্টে মানববন্দন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *