আব্দুল্যাহ রিয়েল , ফেনী :
ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে সোনাগাজীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রম ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার সকালে সোনাগাজী এনায়েত উল্যাহ মহিলা কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও ফেনী জেলা তথ্য অফিসার মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড.এম. কামরুল আনাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ বাবু নিতাই চরণ ভৌমিক, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান জোবেদা নাহার মিলি ও উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন ও সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন।
আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীতে মহিলা কলেজের ৩শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।